NOTICE


       
     **  ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর – এ ২০১২ শিক্ষাবর্ষে ভর্তি চলছে। আগ্রহী অভিভাবকদেরকে অফিস এ যোগাযোগ করার আহ্বান জানানো হচ্ছে। **





     ***  অনলাইনে বেতন প্রদানের নমুনা রসিদ  ***

নামঃ
শ্রেণীঃ
শাখাঃ
রোলঃ
একাউন্ট নম্বরঃ
মাসের নামঃ

   

                     ** বিজ্ঞান মেলা- ২০১১ **
          ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর 


      রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে ২৭ এ ডিসেম্বর বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং দি মিলেনিয়াম স্কুল ও কলেজের ছাত্র ছাত্রীরা অংশ নেবে। মেলায়ে বিভিন্ন প্রোজেক্ট শিক্ষার্থীরা প্রদর্শন করবে এবং তাদের সবাইকে পুরস্কৃত করা হবে।


                                 
                                          




       **  ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর
              বিজয় দিবস উদযাপন -২০১১ **

       গত ১৬ই ডিসেম্বর বিজয় দিবস পালন করা হল প্রতিষ্ঠান প্রাঙ্গণে।যথাযথ ভাবগম্ভীর ও ভাবমর্যাদার মধ্য দিয়ে শহীদ মিনারে পূষ্পারপন এর মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।এরপর আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ করা হয়। পরে রাত্রে শিক্ষকদের মধ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হয়।